থাইল্যান্ড - ব্যাংকক ও পাতায়া ভ্রমণের ইতিবৃত্তঃ থাইল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ যা বাংলাদেশের দক্ষিণ-পূর্বে মায়ানমারের পরেই অবস্থিত। বিখ্যাত সাদা হাতির দেশ নামেই দেশটি অতি সুপরিচিত। থাইল্যান্ড এর আরেকটি বিশেষত্ব হলো এই দেশটি নাকি কখনো ইংরেজরা শাসন করতে পারেনি। দেশটিতে এখনো রাজতন্ত্র প্রতিষ্ঠিত। যাইহোক, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। গত ১২ই আগস্ট ঈদের ছুটিতে আমি ৫ দিনের থাইল্যান্ড ভ্রমণ করে এসেছি। আমি মূলতঃ ব্যাংকক ও পাতায়া সিটিতেই ঘুরেছি। এখন আমি আমার ভ্রমণকাহিনীর একটি সারসংক্ষেপ উপস্থাপন করছি। আশা করি এটা আপনাদের কাজে আসবে। দুঃখজনক হলেও সত্যি, থাইল্যান্ডে বাংলাদেশীদের জন্য ভিসা পাওয়া যেমন অতটা সহজ নয়, তেমনি অতটা কঠিনও নয়। নিয়ম মেনে কাগজপত্র ঠিক রেখে সত্য তথ্যের ভিত্তিতে আবেদন করলে ভিসা পাওয়া সহজ হয়ে যায়। টুরিস্ট ভিসা আবেদন করতে মোট খরচ পরবে ৩৭৪০ টাকা এবং ভিসা পেতে প্রায় ১৫-২৫ দিন পর্যন্ত লেগে যেতে পারে। যেদিন ভিসার জন্য আবেদন করা হবে ওইদিন থেকে হিসাব করে মোট তিনমাসের জন্য সিঙ্গেল এন্ট্রি টুরিস্ট ভিসা দেওয়া হয় যার প্রথম দিনগুলো পাসপোর্ট হাতে পাওয়ার আগেই নষ্ট হয়ে যায়। ভি...
Comments
Post a Comment