#Maldives বাংলাদেশ থেকে কম খরচে মালদ্বীপ ভ্রমণ।
সবাই বলে মালদ্বীপ নাকি টাকার খেলা! কথাটা একবারে মিথ্যা না ।তবে আপনি যদি water villa না
থেকে শুধুমাত্র হুলহুমালে অথবা local কোন Island ঘুরে আসেন সেই ক্ষেত্রে খুবই কম খরচে ঘুরে আসা সম্ভব। মালদ্বীপ একটা আর্কিপেলাগো অর্থাৎ অনেকগুলো দ্বীপের সমন্বয়ে একটা দেশ । সুতরাং সেখানে যাওয়া আসার একমাত্র মাধ্যম হচ্ছে স্পিডবোট অথবা ফেরি ।প্রথমেই বলে নিচ্ছি যেখানেই দেখবেন যানবাহনের মাধ্যম কেবল স্পিডবোট বা পানিবাহিত যানবাহন- সেখানেই বুঝে নিবেন অবশ্যই প্রাইভেট স্পিডবোট ভাড়া অনেক বেশি হবে আর যদি আপনি পাবলিক স্পিডবোট এ যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া আপনাকে তুলনামূলক কম দিতে হবে । এয়ারপোর্ট থেকে নামার পর দেখবেন অসম্ভব সুন্দর নীল পানিতে দাঁড়িয়ে আছে এয়ারপোর্ট। এখন যদি আপনি কোন রিসোর্ট বুকিং করে থাকেন, সেই রিসোর্টের boat ছাড়া অন্য কোন পাবলিক boat রিসোর্টে ঢুকতে দেয়া হয় না । অনেকে এয়ারপোর্টে নামার পরে সরাসরি তাদের রিসোর্টে চলে যান রিসোর্টের প্রাইভেট boat এ। এছাড়া এয়ারপোর্টের কাছে আছে দুইটা জায়গা- হুলহুমালে এবং মালে ।মালে হচ্ছে মালদ্বীপের রাজধানী ,তবে beach এর ভালো view দেখা যাবে hulhumale তে। সরাসরি রিসোর্টে না গিয়ে যেটা করতে পারেন হুলহুমালে তে এক রাত থাকতে পারেন এই ক্ষেত্রে আপনার মালদ্বীপের শহরের পরিবেশ গুলো কি রকম, মানুষ গুলো কি রকম তা দেখা হবে আর বিকালের জন্য হুলহুমালে বিচ তো আছেই ,সেখানে বিকাল থেকেই স্ট্রীট ফুড বিক্রি শুরু হয়। যারা আমাদের মত সি ফুড অনেক বেশি পছন্দ করেন তারা এই জায়গার মজা নিতে পারবেন। হুলহুমালে তে বিচের পাশে হোটেল পেয়ে যাবেন অনেক সস্তায়।
💙Resort details : এবার আসি রিসোর্টের কথায়। জেনে অবাক হয়েছিলাম আমিও যে শুধুমাত্র 5 মিনিটের পথ পাড়ি দেবার জন্য প্রাইভেট রিসোর্ট গুলো তাদের নিজেদের প্রাইভেট বোট ভাড়া নেয় 240 থেকে 300 ডলার পর্যন্ত।
💙Watervilla per day cost : 45000-80000 taka পর্যন্ত হয়
💙Garden Villa Cost per day : 25000- 50000 টাকা পর্যন্ত হতে পারে। রিসোর্ট বুকিংয়ের ক্ষেত্রে একটা ট্রিক বলে দেই অবশ্যই খেয়াল রাখবেন এটি যেন হুলহুমালে থেকে খুব কাছে হয় তা না হলে আপনার ট্রান্সফার কষ্ট বেড়ে 400 থেকে 500 ডলার পর্যন্ত হতে পারে ।অনেকেই এটা ভুল করেন, অফারে অনেক কম প্রাইজে রিসোর্ট বুক করে ফেলেন। তাই খুব ভালোভাবে ম্যাপ দেখে স্টাডি করে সিদ্ধান্ত নিতে হবে এবং সিলেক্ট করতে হবে। মালদ্বীপের রিসোর্টগুলো খুবই সুন্দর করে বানানো আর এত সুন্দর নীল পানি দেখে যে কারো ইচ্ছা করবে সেখানে চলে যেতে। হ্যাঁ এটা সত্যি আসলেই রিসোর্ট গুলো খুব সুন্দর এবং মালদ্বীপ ঘুরাঘুরির একটা অংশ। এখানে আপনি রাতে বিভিন্ন শো দেখতে পারবেন ,ডিজে নাইট থেকে শুরু করে, beach date সব সুবিধা রয়েছে এখানে।
💙Food : রিসোর্ট বুকিং এর সময় খাবারগুলো সাথে ইনক্লুড করে নিবেন তানাহলে কয়েক গুণ টাকা গুনতে হবে। রিসোর্টে সকালের বুফে এবং রাতের বুফেই যথেষ্ট , দুপুরে আলাদা করে আমরা কোন meal নেই নেই নি।
Resort এ যাওয়ার আগে সুপার মার্কেট থেকে water bottle এবং কিছু শুকনো খাবার নিয়ে যেতে পারেন
💙 Local Island : অনেকে মনে করে মালদ্বীপের সৌন্দর্য একমাত্র রিসোর্ট নির্ভর। কিন্তু কথাটি একেবারেই সত্যি না। বরং আমরা আমাদের মালদ্বীপ ভ্রমণের সবথেকে ভালো সময় উপভোগ করেছি লোকাল আইল্যান্ড গুলোতে। সুন্দর নীল পানি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ পরিবেশ লোকাল আইল্যান্ড গুলো। Per night 10000- 15000 এর মধ্যে ভালো হোটেল পাওয়া যায়।
💙 Day Tour : যদি পানি ভয় পেয়ে থাকেন তাহলে এটা করার জন্য উৎসাহ দিব না। তবে এটার চেয়ে মজার কিছু হতে পারেনা । মালদ্বীপের পানির ভেতরে রয়েছে কত জীব বৈচিত্র তা বলে শেষ করা যাবেনা। আমাদের ডে টুর প্যাকেজ এ ছিল - Snorkeling, dolphin watching, lunch in the middle of the ocean, Island hopping । Per person 50 থেকে 70 ডলারের মধ্যে ডে টুর প্যাকেজ হয়ে থাকে। রিসোর্ট গুলোতে না থেকে সেখানে ডে ট্যুর করে আসা যায় সেই ক্ষেত্রে পার পারসন 112 থেকে 150 ডলারের মত পরে যাতে লাঞ্চ বুফে ইনক্লুড করা থাকে।
💙 Hotel Booking : Don't use booking.com for Maldives. booking.com এ অনেক হিডেন চার্জ থাকে । Use Agoda for Maldives. আরেকটা জিনিস বলে রাখি মালদ্বীপ এর প্রতিটা হোটেলেই এনভায়রনমেন্ট ট্যাক্স দিতে হয় তাদের সরকারকে সেটা রিসোর্ট গুলোতে 6 ডলার এবং সাধারণ হোটেল গুলোতে 3 ডলারের মত থাকে। বুকিং খরচ থেকে এটি আলাদা।
**মালদ্বীপের পানিতে ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। যেখানেই থাকবেন, আপনার আশেপাশের এলাকা সুন্দর রাখা আপনার দায়িত্ব।
থেকে শুধুমাত্র হুলহুমালে অথবা local কোন Island ঘুরে আসেন সেই ক্ষেত্রে খুবই কম খরচে ঘুরে আসা সম্ভব। মালদ্বীপ একটা আর্কিপেলাগো অর্থাৎ অনেকগুলো দ্বীপের সমন্বয়ে একটা দেশ । সুতরাং সেখানে যাওয়া আসার একমাত্র মাধ্যম হচ্ছে স্পিডবোট অথবা ফেরি ।প্রথমেই বলে নিচ্ছি যেখানেই দেখবেন যানবাহনের মাধ্যম কেবল স্পিডবোট বা পানিবাহিত যানবাহন- সেখানেই বুঝে নিবেন অবশ্যই প্রাইভেট স্পিডবোট ভাড়া অনেক বেশি হবে আর যদি আপনি পাবলিক স্পিডবোট এ যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া আপনাকে তুলনামূলক কম দিতে হবে । এয়ারপোর্ট থেকে নামার পর দেখবেন অসম্ভব সুন্দর নীল পানিতে দাঁড়িয়ে আছে এয়ারপোর্ট। এখন যদি আপনি কোন রিসোর্ট বুকিং করে থাকেন, সেই রিসোর্টের boat ছাড়া অন্য কোন পাবলিক boat রিসোর্টে ঢুকতে দেয়া হয় না । অনেকে এয়ারপোর্টে নামার পরে সরাসরি তাদের রিসোর্টে চলে যান রিসোর্টের প্রাইভেট boat এ। এছাড়া এয়ারপোর্টের কাছে আছে দুইটা জায়গা- হুলহুমালে এবং মালে ।মালে হচ্ছে মালদ্বীপের রাজধানী ,তবে beach এর ভালো view দেখা যাবে hulhumale তে। সরাসরি রিসোর্টে না গিয়ে যেটা করতে পারেন হুলহুমালে তে এক রাত থাকতে পারেন এই ক্ষেত্রে আপনার মালদ্বীপের শহরের পরিবেশ গুলো কি রকম, মানুষ গুলো কি রকম তা দেখা হবে আর বিকালের জন্য হুলহুমালে বিচ তো আছেই ,সেখানে বিকাল থেকেই স্ট্রীট ফুড বিক্রি শুরু হয়। যারা আমাদের মত সি ফুড অনেক বেশি পছন্দ করেন তারা এই জায়গার মজা নিতে পারবেন। হুলহুমালে তে বিচের পাশে হোটেল পেয়ে যাবেন অনেক সস্তায়।
💙Resort details : এবার আসি রিসোর্টের কথায়। জেনে অবাক হয়েছিলাম আমিও যে শুধুমাত্র 5 মিনিটের পথ পাড়ি দেবার জন্য প্রাইভেট রিসোর্ট গুলো তাদের নিজেদের প্রাইভেট বোট ভাড়া নেয় 240 থেকে 300 ডলার পর্যন্ত।
💙Watervilla per day cost : 45000-80000 taka পর্যন্ত হয়
💙Garden Villa Cost per day : 25000- 50000 টাকা পর্যন্ত হতে পারে। রিসোর্ট বুকিংয়ের ক্ষেত্রে একটা ট্রিক বলে দেই অবশ্যই খেয়াল রাখবেন এটি যেন হুলহুমালে থেকে খুব কাছে হয় তা না হলে আপনার ট্রান্সফার কষ্ট বেড়ে 400 থেকে 500 ডলার পর্যন্ত হতে পারে ।অনেকেই এটা ভুল করেন, অফারে অনেক কম প্রাইজে রিসোর্ট বুক করে ফেলেন। তাই খুব ভালোভাবে ম্যাপ দেখে স্টাডি করে সিদ্ধান্ত নিতে হবে এবং সিলেক্ট করতে হবে। মালদ্বীপের রিসোর্টগুলো খুবই সুন্দর করে বানানো আর এত সুন্দর নীল পানি দেখে যে কারো ইচ্ছা করবে সেখানে চলে যেতে। হ্যাঁ এটা সত্যি আসলেই রিসোর্ট গুলো খুব সুন্দর এবং মালদ্বীপ ঘুরাঘুরির একটা অংশ। এখানে আপনি রাতে বিভিন্ন শো দেখতে পারবেন ,ডিজে নাইট থেকে শুরু করে, beach date সব সুবিধা রয়েছে এখানে।
💙Food : রিসোর্ট বুকিং এর সময় খাবারগুলো সাথে ইনক্লুড করে নিবেন তানাহলে কয়েক গুণ টাকা গুনতে হবে। রিসোর্টে সকালের বুফে এবং রাতের বুফেই যথেষ্ট , দুপুরে আলাদা করে আমরা কোন meal নেই নেই নি।
Resort এ যাওয়ার আগে সুপার মার্কেট থেকে water bottle এবং কিছু শুকনো খাবার নিয়ে যেতে পারেন
💙 Local Island : অনেকে মনে করে মালদ্বীপের সৌন্দর্য একমাত্র রিসোর্ট নির্ভর। কিন্তু কথাটি একেবারেই সত্যি না। বরং আমরা আমাদের মালদ্বীপ ভ্রমণের সবথেকে ভালো সময় উপভোগ করেছি লোকাল আইল্যান্ড গুলোতে। সুন্দর নীল পানি এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ পরিবেশ লোকাল আইল্যান্ড গুলো। Per night 10000- 15000 এর মধ্যে ভালো হোটেল পাওয়া যায়।
💙 Day Tour : যদি পানি ভয় পেয়ে থাকেন তাহলে এটা করার জন্য উৎসাহ দিব না। তবে এটার চেয়ে মজার কিছু হতে পারেনা । মালদ্বীপের পানির ভেতরে রয়েছে কত জীব বৈচিত্র তা বলে শেষ করা যাবেনা। আমাদের ডে টুর প্যাকেজ এ ছিল - Snorkeling, dolphin watching, lunch in the middle of the ocean, Island hopping । Per person 50 থেকে 70 ডলারের মধ্যে ডে টুর প্যাকেজ হয়ে থাকে। রিসোর্ট গুলোতে না থেকে সেখানে ডে ট্যুর করে আসা যায় সেই ক্ষেত্রে পার পারসন 112 থেকে 150 ডলারের মত পরে যাতে লাঞ্চ বুফে ইনক্লুড করা থাকে।
💙 Hotel Booking : Don't use booking.com for Maldives. booking.com এ অনেক হিডেন চার্জ থাকে । Use Agoda for Maldives. আরেকটা জিনিস বলে রাখি মালদ্বীপ এর প্রতিটা হোটেলেই এনভায়রনমেন্ট ট্যাক্স দিতে হয় তাদের সরকারকে সেটা রিসোর্ট গুলোতে 6 ডলার এবং সাধারণ হোটেল গুলোতে 3 ডলারের মত থাকে। বুকিং খরচ থেকে এটি আলাদা।
**মালদ্বীপের পানিতে ময়লা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। যেখানেই থাকবেন, আপনার আশেপাশের এলাকা সুন্দর রাখা আপনার দায়িত্ব।
Comments
Post a Comment