#Vietnam ভিয়েতনাম ভ্রমনের গল্প ও খরচের হিসেব।




আমার হিসাবটা বলি একটু , আমি এভাবেই ঘুরে এসেছি।
প্লেন ভাড়া ছাড়া ৩ দিনে খরচ , ২৫০ ডলার মানে প্রায় ২১ হাজার সম্ভব।
ভিয়েতনামে বড় খরচ হচ্ছে , ডে লং প্যাকেজ গুলো নেয়া। যেমন হালং বের প্যাকেজ , নিনহ বিনহ এর প্যাকেজ এবং হোটেল ভাড়া।
আমার হালং বের প্যাকেজ ছিল ৮০ ডলার এর । এর মধ্যে হোটেল থেকে ভোর বেলা এসে নিয়ে গিয়ে হালং বে তে সারাদিন ঘুরিয়ে দুপুরের লাঞ্চ করাবে এবং অসম্ভব ৩/৪ টি স্পটে আপনাকে ঘুরাবে গাইড সহ । বিকালের স্ন্যাকস ও এই প্যাকেজের ভেতর অন্তর্ভুক্ত । এরপর রাতে আপনাকে আবার আপনার হোটেলে দিয়ে আসবে । হালং বের সৌন্দর্য লিখে প্রকাশ করার মত না ভাই , হালং বে নিয়ে লিখতে হলে কয়েকটা  বই শেষ হয়ে যাবে। এরপর হোটেলে গিয়ে ডিনার করে নিলেন। খাবারের দাম পানির মত সস্তা। ( এটা বাজেট ট্যুর, তাই ফাইভ স্টারে গিয়ে পানির মত সস্তা দাম খুজবেন না )
সুতরাং খরচ ৮০ ডলার + ১০ ডলার = ৯০ ডলার
সকালে নিনহ বিনহ এর প্যাকেজ থেকে ভোর বেলা আপনাকে পিক করবে , ৪৫ ডলার প্যাকেজ খরচ। নিনহ বিনহ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের একটি । এত সুন্দর আমার ভিডিও গুলো দেখলে কিছুটা আচ করা সম্ভব, আপনাকে নিয়ে যাবে মুয়া কেইভ , নিয়ে যাবে ট্যাম কক , নিয়ে যাবে হোয়া লু টেম্পল , এগুলর এক্তার থেকে একটা বেশি সুন্দর। সাথে থাকে সারবক্ষনিক গাইড। দুপুরের লাঞ্চ ও এই প্যাকেজের ভেতর অন্তর্ভুক্ত । এবং লাঞ্চের রেস্টুরেন্টে আছে সুইমিং করার খুব সুন্দর ব্যবস্থা চাইলে একটু সুইমিং ও করে নিতে পারেন। এর পর রাতে আপনাকে হোটেলে নামিয়ে দিয়ে আসবে।
আজকের খরচ ৪৫ + ১০ ( খেতে ৩-৪ ডলার লাগে বাকি টা আনুসাঙ্গিক খরচ ) = ৫০
পরের দিন সারাদিন আপনার একটু কষ্ট হবে কারন বেশির ভাগ হেটে হেটে ঘুরতে হবে , হয়ান কিয়েম লেক হচ্ছে হানোই এর সব চেয়ে হ্যাপেনিং এলাকা, এর আশে পাশেই অনেক টুরিস্ট স্পট আছে। আপনি হেটে হেটে ঘুরলেও ১ দিনে শেষ করতে পারবেন না । সারাদিন এর খাবার ৩০ ডলার তুক্তাক ট্রান্সপোর্টেশন ২০ ডলার
সুতরাং আজকের খরচ ৩০+২০ ডলার = ৫০ ডলার
এয়ারপোর্ট যাওয়া আসার জন্য বাসের ব্যবহার করবেন , ১৮৬ নম্বর বাস – বাংলা টাকায় ৩৫ টাকা খরচ হবে ।
হোটেল ভাড়া ১৫ ডলার থেকে বেশি হওয়া সম্ভব না , যদি বাজেটে  থাকতে চান। সুতরাং ৪৫ ডলার
মোট খরচ হল
প্রথম দিন ৯০
দ্বিতীয় দিন ৫০
তৃতীয় দিন ৫০
হোটেল ৪৫ ডলার ( ব্রেকফাস্ট সহ )
মোট ২৩৫ বাকি ১৫ ডলার ধরলাম এদিক সেদিক খরচ হবে ।

প্যাকেজ গুলো হোয়ান কিয়েম লেক এর পাশের থেকে কিনতে পারবেন ।
এবং হোটেল এর জন্য হোয়ান কিয়েম এর আশে পাশেই বুক করবেন।
আমি ভিয়েতনামে গিয়ে কথাও কোন ময়লা আবর্জনা পাই নি । তাই আপ্নারাও আমাদের দেশের মর্যাদা রাখবেন বলে আশা করি , পরিবেশ সংরক্ষণ করার দায়িত্ত আপনার আমার সবার।

Comments

Popular posts from this blog

How to travel for free or cheap money?

#Bhutan বাংলাদেশ থেকে কম খরচে বাই রোডে ভূটান ভ্রমন।

#Khagrachhari একদিনের ভ্রমণে খাগড়াছড়ি।