#Lakshmipur লক্ষিপুরে একদিন😍



#মেঘনা_বিচ,  আলেকজান্ডার(লক্ষিপুর)

প্রচুর নদী ভাংগন থেকে রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনীরর পরিচালনায় মেঘনা নদীর এই ঘাটে বাধ নির্মান করা হয়। মেঘনার এই বাধটি এখন লক্ষিপুরের পর্যটন কেন্দ্র হিসেবে রূপ নিয়েছে। সারাদিন ই বিশেষ করে বিকাল বেলাতে এই বিচ এ প্রচুর মানুষ ঘুরতে আসে।
বিচের পাড়ে মুক্ত বাতাসের মাঝে বসে থাকার আনন্দ বলে বুঝানোর মত নয়, এছাড়া  ইচ্ছে করলে স্পিড বোটে কিছুক্ষন ঘুরেও আসতে পারবেন মাঝ নদী থেকে।

এই বিচের আর একটি বৈশিষ্ট হল, এর পাসেই আছে মাছের ঘাট, যেখান পাবেন নদীর তাজা মাছ।

যেভাবে যাবেন:
ঢাকা থেকে লক্ষিপুর এর যেকোন বাসে উঠে ঝুমুর নামবেন (ভাড়া ৪৫০ টাকা), ঝুমুর থেকে আলেকজান্ডার জাওয়ার লোকাল লেগুনা বা সি.এন.জি পাবেন (ভাড়া ৩৫-৫০ টাকা)। আলেকজান্ডার ষ্টান এ নেমে যে কাউকে বললে মেঘনা বিচ দেখিয়ে দিবে।

Comments

Popular posts from this blog

#Khagrachhari একদিনের ভ্রমণে খাগড়াছড়ি।

#Maldives বাংলাদেশ থেকে কম খরচে মালদ্বীপ ভ্রমণ।

#China #Wuhan ভ্রমণের স্মৃতি।