#Thailand থাইল্যান্ড - ব্যাংকক ও পাতায়া ভ্রমণের ইতিবৃত্ত।
থাইল্যান্ড - ব্যাংকক ও পাতায়া ভ্রমণের ইতিবৃত্তঃ
থাইল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ যা বাংলাদেশের দক্ষিণ-পূর্বে মায়ানমারের পরেই অবস্থিত। বিখ্যাত সাদা হাতির দেশ নামেই দেশটি অতি সুপরিচিত। থাইল্যান্ড এর আরেকটি বিশেষত্ব হলো এই দেশটি নাকি কখনো ইংরেজরা শাসন করতে পারেনি। দেশটিতে এখনো রাজতন্ত্র প্রতিষ্ঠিত।
যাইহোক, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। গত ১২ই আগস্ট ঈদের ছুটিতে আমি ৫ দিনের থাইল্যান্ড ভ্রমণ করে এসেছি। আমি মূলতঃ ব্যাংকক ও পাতায়া সিটিতেই ঘুরেছি। এখন আমি আমার ভ্রমণকাহিনীর একটি সারসংক্ষেপ উপস্থাপন করছি। আশা করি এটা আপনাদের কাজে আসবে।
দুঃখজনক হলেও সত্যি, থাইল্যান্ডে বাংলাদেশীদের জন্য ভিসা পাওয়া যেমন অতটা সহজ নয়, তেমনি অতটা কঠিনও নয়। নিয়ম মেনে কাগজপত্র ঠিক রেখে সত্য তথ্যের ভিত্তিতে আবেদন করলে ভিসা পাওয়া সহজ হয়ে যায়। টুরিস্ট ভিসা আবেদন করতে মোট খরচ পরবে ৩৭৪০ টাকা এবং ভিসা পেতে প্রায় ১৫-২৫ দিন পর্যন্ত লেগে যেতে পারে। যেদিন ভিসার জন্য আবেদন করা হবে ওইদিন থেকে হিসাব করে মোট তিনমাসের জন্য সিঙ্গেল এন্ট্রি টুরিস্ট ভিসা দেওয়া হয় যার প্রথম দিনগুলো পাসপোর্ট হাতে পাওয়ার আগেই নষ্ট হয়ে যায়। ভিএফএস-এর ওয়েবসাইট থেকে আপনারা থাইল্যান্ড এর ভিসা আবেদনের সকল নিয়মাবলী ও কাগজপত্র নামিয়ে ভিসা আবেদন করতে পারবেন এবং তা পূরণ করে আবার নিকটস্ত ভিএফএস সেন্টারে জমা দিতে হবে। থাইল্যান্ড এর বিমান ভাড়া যাওয়া-আসা সর্বনিম্ন ১৩-১৪ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৮-৫০ হাজার টাকা পর্যন্ত হতে পারে। অতি কমমূল্যে টিকেট পেতে প্রায় ২ মাস আগেই টিকেট কেটে রাখতে হবে যা ভিসা পাওয়ার প্রক্রিয়াসহ হিসাব করলে মোটামুটি কঠিনই বলা যায়। আমি প্রায় একমাস আগে টিকেট কাটি এবং আমার যাওয়া-আসা টিকেটের মূল্য পড়েছিল প্রায় ২৩ হাজার টাকা। ঈদের ছুটিতে যাওয়ায় টিকেটের মূল্য এমনিতেও একটু বেশি ছিল। সেই হিসেবে আমি কমেই পেয়েছি বলতে হবে।
অতপর গত ১২ই আগস্ট ঈদেরদিন বিকেলেই আমি হবিগঞ্জ থেকে ঢাকার উদ্যেশ্যে যাত্রা শুরু করি। ১৩ তারিখ মধ্যরাত ১:১৫ মিনিটেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার থাইল্যান্ড পথে যাত্রা শুরু হয়। থাইল্যান্ড সময়ের হিসাবে বাংলাদেশের চেয়ে ১ ঘন্টা এগিয়ে থাকে এবং সেই হিসেবে থাইল্যান্ড সময় প্রায় ভোর ৫টায় আমি ব্যাংককের ডনমুয়েং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাই। বিমানবন্দরে নেমে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে প্রথম কাজটাই হবে একটি সিম কিনে নেয়া। বেশ কয়েকটি কোম্পানির বিভিন্ন অফার দেখে আপনার পছন্দমতো একটি সিম এয়ারপোর্ট থেকেই কিনে নিতে পারবেন। আমার কাছে ট্রুমুভের (Truemove) ৮ দিনের ১৩ জিবি ইন্টারনেট প্যাকেজটি ভালোই মনে হয়েছে। তারপর গন্তব্য ব্যাংককের নানা এলাকা। নানা এবং অশোক এই দুই এলাকাতেই বেশীরভাগ পর্যটক হোটেল নিয়ে থাকেন। হোটেল বুকিং আগে থেকে করা থাকাই ভালো। আগোডা (agoda) মোবাইল এপ্লিকেশন থেকে ডিসকাউন্টে আপনারা ভালো মানের এসি হোটেল বুকিং দিতে পারবেন। আমি থেকেছি নানা এলাকায় রয়্যাল এশিয়া লজ (Royal Asia Lodge) এই হোটেলটিতে। ভাড়া দুইজনের রুমের জন্য পড়েছে প্রতিরাত প্রায় ২৩০০-২৫০০ টাকা। যদিও আমি একাই থেকেছি, তবুও দুইজনের রুম ভাড়া করেছি কারণ একজনের জন্য ইন্টারনেটে বুকিং করতে গেলে ওরা ডরমিটরিতে দিয়ে দেয় যেখানে একসাথে ৬-৮ জন মানুষ থাকতে হয়। একা হওয়ার কারণে অজানা মানুষের সাথে থাকার ইচ্ছা হয়নি, পাশাপাশি দুইজনের রুমে থাকলে নিজের ইচ্ছামতো রুমে মুভমেন্ট করা যায় যা আমার কাছে অতীব জরুরী মনে হয়েছে।
এবার আসি ভ্রমণের বর্ণনায়। থাইল্যান্ডে চলাচলের জন্য সবছেয়ে সাশ্রয়ী ও দ্রুতগামী যান হলো BTS Sky ট্রেন। BTS ট্রেনের রুট সম্পর্কে আগে থেকেই Google Map থেকে ভালো আইডিয়া নিয়ে নিবেন নতুবা গন্তব্যে পৌঁছুতে প্রয়োজনের চেয়ে বেশি খরচ হয়ে যেতে পারে। প্রথমেই ডনমুয়েং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসি বাসে করে চলে যেতে হবে Mo Chit BTS Station-এ। বাস বিমানবন্দরের গেট থেকে বের হয়েই পাওয়া যাবে এবং না বুঝলে কাউকে জিজ্ঞেস করে নিবেন। Mo Chit BTS Station থেকে স্কাই ট্রেনে করে সরাসরি চলে যাবেন Nana BTS Station-এ। নানা-এর ঠিক পরের স্টেশনই হলো Asok BTS Station. হোটেলের ঠিকানা অনুযায়ী আপনি আপনার কাঙ্ক্ষিত স্টেশনে নেমে যাবেন। আমার হোটেলটি ছিল Nana BTS Station থেকে মাত্র ৬০০ মিটার দূরত্বে। হোটেলের টুকটুক (আমাদের দেশে যা টমটম নামে পরিচিত) দিয়ে ফ্রি-তেই বা হেটেই হোটেলে চলে যেতে পারবেন। থাইল্যান্ডে সব হোটেলের লক অটো হওয়ায় চেকইন-চেকআউট সময় খুবই গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ের (চেকআউট সময় দুপুর ১২টা) পর অটোমেটিকভাবেই দরজা লক হয়ে যাবে যা চাইলেও বাইরে থেকে খোলা যাবেনা। তবে চাইলে কিছু অতিরিক্ত খরচ করে নির্দিষ্ট সময়ের আগেও চেকইন নিতে পারেন। ক্লান্ত থাকার দরুন আমি হোটেলে সময়ের (চেকইন সময় দুপুর ২টা) আগেই চেকইন নিয়ে নেই। তখন ঘড়িতে সময় সকাল ১০টা।
Comments
Post a Comment