#China #Wuhan ভ্রমণের স্মৃতি।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর সর্বত্র আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। ২০১৩ সালের মার্চে এক বন্ধুর বিয়ের নিমন্ত্রনে উহান যাওয়ার সৌভাগ্য হয়েছিল। ১ কোটিরও বেশি মানুষের বসবাস এই উহান শহরে যা করোনা ভাইরাসের থাবায় ভয়াল এক মৃত নগরীতে পরিণত হয়েছে। আজকে লিখতে বসার কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু ৭ বছর আগের উহান ভ্রমণের স্মৃতি মনে পরে মনটা বিষন্ন লাগছিলো। তাই ভাবলাম উহান নিয়ে কিছু লিখবো।
বাংলাদেশিদের কাছে খুব জনপ্রিয় না হলেও উহান চীনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্যিক নগরী। সব বড় অভন্তরীন এবং আন্তর্জাতিক বড় শহরের সঙ্গে উহানের ফ্লাইট ছিল। এছাড়া উহান থেকে চীনের সব শহরের রেল সংযোগ খুব ভালো। আমি গিয়েছিলাম China Eastern Airlines এ ঢাকা থেকে উহান, কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় আমাকে কুনমিং এ ট্রানজিট নিতে হয়েছিল।
আমার এক সহপাঠী বন্ধু উহানের স্থানীয় হওয়ায় আমাকে থাকা এবং খাওয়া নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয়নি। প্রথম দেখাতেই উহান শহর আমার ভালো লেগে যায়। চমৎকার সাজানো গোছানো এবং আধুনিক। গাড়ি অনেক হলেও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল অসাধারণ। পাবলিক ট্রান্সপোর্ট এর মধ্যে আমার কাছে উহানের মেট্রো রেল অনেক ভালো লেগেছিলো কারণ আমার তখনকার অভিজ্ঞতায় উহান মেট্রো ছিল সবচেয়ে ঝকঝকে এবং আধুনিক। উহানের মানুষের মতো এতো বন্ধুত্বপূর্ণ আন্তরিক মানুষ আমি আর দেখিনি। রাস্তায় অপরিচিত মানুষও আমার কুশল জিজ্ঞেস করেছে এবং আমার অভিজ্ঞতা জানতে চেয়েছে। ভাষাগত বাধা থাকার পরও সবাই আমাকে সাহায্য করার জন্য আন্তরিক ভাবে চেষ্টা করেছে। আথিথেয়তা এতটা ভালো ছিলো যে একবার এক রেস্তোরায় lunch করার পর অন্যান্যরা আমাকে বিল দিতে দেয়নি অথচ তাদের সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না।
২ দিন বন্ধুর বিয়েতে ব্যাস্ত থাকার জন্য উহান শহর ঘুরে দেখার সময় পাইনি। বিয়ে শেষ হওয়ার পর আমার সহপাঠী বন্ধুর সঙ্গে বের হয়ে গেলাম Wuhan শহর ঘুরে দেখার জন্য। প্রথম দিন গেলাম Yellow Crane Tower। খুব বেশি কিছু এখন মনে নেই। টাওয়ারের উপর থেকে উহানের view অনেক চমৎকার ছিল। পাশেই ছিল Snake Hill পার্ক। পার্ক ঘুরে দেখতে বিকাল হয়ে যায়।
পরের দিন সকাল সকাল চলে গিয়েছিলাম Wuhan University তে Cherry Blossom দেখার জন্য। Cherry Blossom দেখার অভিজ্ঞতা অসাধারণ ছিল। প্রচুর লোকাল টুরিস্ট এসেছিলো এটা দেখার জন্য কিন্তু আমি নিজেকে ছাড়া আর কোনো বিদেশী দেখি নাই।
উহান থেকে পরবর্তীতে আমি ট্রেনে বেইজিং এবং বাসে করে ফুঙহুয়ান ভ্রমণে গিয়েছি। সর্বমোট ১৫ দিন চীনে ছিলাম।
ভেবে বিষন্ন লাগছে এতো সুন্দর একটা শহরের আজকে এইরকম দুরবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আশাকরি উহান দ্রুত সব সংকট কাটায়ে উঠবে এবং আরো অনেকে উহান ভ্রমণের সুযোগ পাবে।
যেখানেই ভ্রমণে যাই না কোনো পরিবেশের দিকে নজর রাখি যেন আমাদের পরবর্তী প্রজন্মও এই সৌন্দর্য উপভোগ করতে পারে। কোনো জায়গাতে অপচনশীল দ্রব্য পরে থাকতে দেখলে দোয়া করে তুলে এনে বিনে ফেলুন।

Comments

Popular posts from this blog

How to travel for free or cheap money?

#Bhutan বাংলাদেশ থেকে কম খরচে বাই রোডে ভূটান ভ্রমন।

#Khagrachhari একদিনের ভ্রমণে খাগড়াছড়ি।