#Khagrachhari একদিনের ভ্রমণে খাগড়াছড়ি।


হোটেলের থাকা এড়িয়েই ঘুরে আসতে পারেন খাগড়াছড়ি থেকে।
দেখে আসুন,আলু টিলা অন্ধকার গুহা,রিসাং ঝর্ণা,পাহাড়ি রাস্তার সৌন্দর্য।
রাতে ঢাকা থেকে স্লিপিং কোচে করে চলে আসুন ফেনীতে।
(সরাসরি খাগরাচড়ির গাড়িও পাওয়া যায়।)
গাড়িতে  করে পর্যাপ্ত ঘুমিয়ে নিন।
তারপর ফেনী নেমে হোটেলে নাস্তা সেড়ে নিন।
ফেনী থেকে সকাল ৭/৮ টার মধ্যে শান্তি পরিবহন ধরে
খাগরাছড়ির উদ্দেশ্যে রওনা দিন। ভাড়া নিবে ২২০ টাকা।যেতে যেতে পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করুন।মাথা জানালার বাহিরে বের করবেন না।
তারপর খাগড়াছড়ি শহরে পৌছার ৯ কি:মি: পূর্বেই নেমে পড়ুন রিসাং ঝর্ণার রাস্তার মাথায়।
বাসের হেলপার কে বললেই নামিয়ে দিবে।
দুপুর ১২ টার মধ্যেই সেখানে পৌছে যাওয়া যায়।
সেখান থেকে ১০/১৫ মিনিট হেঁটে গেলেই রিসাং ঝর্ণা।গোসলের কাপড় সাথে নিবেন।পর্যাপ্ত খাবার পানি সাথে রাখুন।
সেখানে দেড় দুই ঘন্টা সময় কাটিয়ে খুব সহজেই চলে আসুন খাগড়াছড়ির দিকে আলু টিলা পর্যটন কেন্দ্রে।ওখানে ঢুকতে টিকিট ১০ টাকা।
সেখান থেকে পুরো খাগড়াছরি শহরটা দেখা যায়।গুহায় প্রবেশের জন্য ১০ টাকা দিয়ে মশাল কিনে নিন।
তারপর আলুটিলা থেকে বের হয়ে বিকাল ৩টার মধ্যে গাড়িতে করে চলে আসুন খাগড়াছড়ি শহরে।তাড়াতাড়ি করে ঢাকার উদ্দেশ্যে টিকেট কেটে নিন। কারণ খাগড়াছড়ি থেকে শেষ বাস ৫ টা পর্যন্ত পাওয়া যায়।ঢাকার টিকিট না পেলে ফেনীর টিকেট নিন। তাররপর ফেনী থেকে ঢাকা।টিকেট কনফার্ম করে লাঞ্চ সেড়ে নিন।ঘুরে দেখতে পারেন খাগড়াছড়ি শহর। খেতে পারেন  পাহাড়ি বাহারি ধরনের ফরমালিনমুক্ত তাজা ফল।
তারপর বাস ছাড়ার নির্দিষ্ট টাইমের ১৫ মিনিট আগেই চলে আসুন স্টেশনে।

পাহাড়ি পরিবেশ সুন্দর রাখুন।
আপনি যাতে অন্যের বিরক্তির কারন না হোন সেদিকে খেয়াল রাখবেন।

Comments

Popular posts from this blog

#Maldives বাংলাদেশ থেকে কম খরচে মালদ্বীপ ভ্রমণ।

#China #Wuhan ভ্রমণের স্মৃতি।